ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

রাজীবের অবস্থার আরও অবনতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:২২, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

দুই বাসের মধ্যে প্রতিযোগিতার রেষারেষিতে হাত হারানো মেধাবী ছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজীবের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য জানিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান মো. শামসুজ্জামান বলেন, গতকাল রাত থেকেই রাজীবের অবস্থা অারও খারাপ হতে থাকে। তার রক্তচাপ খুবই কমে গিয়েছিল। ওষুধ দিয়ে রক্তচাপ কিছুটা বাড়ানো হয়েছে। হৃদ্‌যন্ত্র, কিডনি ও ফুসফুসসহ দেহের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। চিকিৎসকেরা রাজীবকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন।   

রাজীবের খালা জাহানারা বেগম বলেন, নতুন করে কোনো ভালো খবর দিতে পারছেন না চিকিৎসকেরা। তাদের বলা হয়েছে, চিকিৎসকেরা চেষ্টা করছেন, কিন্তু তারা খুব বেশি আশাবাদী নন। তবু তিনি অপেক্ষা করে আছেন। তার বিশ্বাস, অলৌকিক কিছু ঘটবে। রাজীবের এই পরিণতির জন্য যে গাড়িচালকেরা দায়ী, তারা যেন কোনোভাবেই ছাড় না পান—সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন জাহানারা।

তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন ৩ এপ্রিল সার্ক ফোয়ারার কাছে দুই বাসের রেষারেষিতে হাত হারান। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজীব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই হঠাৎ গত সোমবার থেকে তাঁর অবস্থার মারাত্মক অবনতি হয়। 

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি